Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু


১০ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৪

ফরিদপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক হোসেন মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে তার মৃত্যু হয়।

সিদ্দিক হোসেনের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে।

এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট আটজনের মৃত্যু হলো।

ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন আরও জানান, সবশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।

গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৮৭ জন। এদের মধ্যে ১ হাজার ৬২৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ৩৬০ জনকে। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৪ জন।

ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর