টেকনাফে পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, আহত ৬
১০ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৩
ঢাকা: কক্সবাজারের টেকনাফে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে দুইটি বাড়িতে ঘুমিয়ে থাকা দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ছয়জন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের পুরান পল্লানপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত শিশুরা হলো, পুরান পল্লান পাড়ার মোহাম্মদ মুন্নার ছেলে মেহেদী হাসান (৮) ও আলিফা (৭)।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, বার বার সতর্ক করার পরও পুরাতন পল্লানপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটলো। যেহেতু কক্সবাজারে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বরাবরের মতো পাহাড়ধসের শঙ্কাও রয়েছে। তারপরেও মানুষ পাহাড়ের পদদশে থেকে সরে যায় না। এ কারণেই আজ ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন।