Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিষ্টি ফসলের গবেষণায় সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল উত্থাপন


১০ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২১

সংসদ ভবন থেকে: প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্তের আলোকে ইক্ষু গবেষণা ইনস্টটিউটের পরিবর্তে দেশের সব মিষ্টি ফসলের গবেষণা একই ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ‘বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৯ (বিএসআরআই)’ বিল উত্থাপন করা হয়েছে সংসদে।

সোমবার (৯ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বিলে নতুন আইন হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সব সম্পদ, অধিকর, ক্ষমতা, কর্তৃত্ব, চুক্তি, ঋণ, দায় ও দায়িত্ব, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা এই প্রতিষ্ঠানের পক্ষে থেকে দায়ের করা সব মামলার আইনি কার্যধারা বহাল থাকবে। ইনস্টিটিউটের বোর্ড বা কমিটি এমনভাবে বহাল থাকবে যেন তা এই আইনের অধীনে গঠিত হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট নামকরণ করা হয়। তবে এ বিষয়ক আইনে কোনো পরিবর্তন বা সংশোধনী আসেনি। তাই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনসহ বিদ্যমান আইনটি সংশোধন ও হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে কারণে মিষ্টি জাতীয় ফসলের গবেষণা অব্যাহত রাখা প্রয়োজন বিবেচনায় ১৯৯৬ সালে প্রণয়ন করা বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আইন ও ২০০২ সালে সংশোধিত আইন দু’টি রদ করে আরও সংশোধন ও পরিমার্জন করে বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৯ বিলটি প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিল উত্থাপনে আপত্তি

সংসদে সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল উত্থাপনের সময় আপত্তি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, সাচিবিক কমিটি আইনের শিরোনাম পরিবর্তন করার ক্ষমতা কোথায় পেল? আইনের টাইটেল বদল করতে হলে সংসদে আসতে হবে। কিন্তু তা না করে সাচিবিক কমিটির সিদ্ধান্তে আইনের নাম পরিবর্তন হতে পারে না। সেক্ষেত্রে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত এই আইনের অধীনে যত কাজ হয়েছে, তা র‌্যাটিফাই না করা হলে সব অবৈধ হয়ে যাবে।

ফখরুল ইমামের আপত্তি প্রসঙ্গে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, তার কথায় কিছুটা যুক্তি আছে। তবে দেশের মিষ্টি ফসলের গবেষণা অব্যাহত রাখতে আইনটি করা হয়েছে। আইনটির গুরুত্ব বিবেচনা করে আশা করি তিনি আপত্তি প্রত্যাহার করে নেবেন। পরে স্পিকার আইনটি উত্থাপনের জন্য সংসদের অনুমোদন গ্রহণ করেন।

২০১৯ ইক্ষু গবেষণা ইনস্টটিউট বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিএসআরআই সংসদে বিল উত্থাপন সুপারক্রপ