Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে কিশোর হত্যা: কিশোর গ্যাংয়ের ৫ সদস্য রিমান্ডে


১০ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৬
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে কিশোর মহসিন হত্যার ঘটনায় কিশোর গ্যাং ‘আতঙ্ক’ গ্রুপের ৫ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মইনুল হোসেন এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে মঞ্জুর হওয়া আসামিরা হলেন, মিজানুর রহমান (১৬), মমিন শিকদার (১৭), আব্দুল মালেক ওরফে মুন্না (১৬), মনির হোসেন (১৬) ও জাহিদুল ইসলাম (১৮)।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফারুক হোসেন আসামিদের আদালতে হাজির মামলার প্রকৃত রহস্য উদঘাটন ব্যবহৃত চাপাতি ও সুইচ গিয়ার চাকু উদ্ধারের লক্ষ্যে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়,  আসামিরা মহসিনকে প্রকাশ্য দিবালোকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। আসামিদের বাঁধা দিলে তারা সাব্বির, রুবেল ও রাকিব নামে তিন কিশোরকেও কুপিয়ে আহত করে। আসামিরা ‘আতঙ্ক’ গ্রুপের সদস্য। এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অপরাধের সাথে জড়িত  আছে মর্মে তদন্তে প্রকাশ পাচ্ছে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থণা করেন।
রোববার (৮ সেপ্টেম্বর) বরিশাল এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র মহসিন নিহত হন। ওই ঘটনার পরের দিন নিহত মহসিনের বড় ভাই ইউসুফ আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

কিশোর হত্যা রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর