দুর্নীতি বন্ধে সিনিয়র এমপিদের নিয়ে কমিশন গঠনের দাবি সংসদে
৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৩
সংসদ ভবন থেকে: বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সীমাহীন দুর্নীতি চলছে উল্লেখ করে এই দুর্নীতি বন্ধে সিনিয়র সংসদ সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তারা এই দাবি জানান।
অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, বিভিন্ন খাতে কিছু দুর্নীতি সরকারের বিশাল অর্জনকে ম্লান করে দিচ্ছে। বালিশ-পর্দা কেলেঙ্কারির ঘটনা মানুষের মুখে মুখে। সাড়ে ৫ হাজার টাকার বই স্বাস্থ্য অধিদফতর কিনেছে ৮৫ হাজার ৫০০ টাকায়। দুর্নীতি এখন হাস্যরসের বিষয়। লুটপাটে ওয়াসা ডুবতে বসেছে। এসব প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে সিনিয়র সংসদ সদস্যদের নিয়ে একটি কমিশন গঠন করে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এরপর বিএনপির হারুনুর রশীদ ফ্লোর নিয়ে বলেন, আমরা চরম উদ্বেগের মধ্যে রয়েছি। মানুষ চরম অসহায়। সারাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে, কয়েকশ মানুষ মারা গেছে। অকার্যকর ওষুধ ছিটিয়ে কয়েকশ কোটি টাকা লোপাট করা হয়েছে। কোরবানির চামড়া মানুষ মাটিতে পুঁতে দিয়েছে, গত ৫০ বছরে তা হয়নি। দুধের মধ্যে সীসা পাওয়া যাচ্ছে। এসব আলামত ভালো নয়। মানুষের জীবন চরমভাবে অনিরাপধ, গুম-খুন নিত্যদিনের ঘটনা।
এমপি হারুন আরও বলেন, পর্দা-বালিশের দুর্নীতির বিরুদ্ধে কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? এদের কেন ক্রসফায়ারের আওতায় আনা হচ্ছে না? খালেদা জিয়াকে দুই কোটি টাকা দুর্নীতির দায়ে জেলে রেখেছেন, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও কিছু করা হচ্ছে না। এসব ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার। তিনি প্রিয়া সাহার বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
এর আগে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে বগুড়া-৬ আসন থেকে বিএনপির নবনির্বাচিত এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছি। মিথ্যা ও সাজানো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ কারাবন্দি। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে, কিন্তু আমরা (বিএনপি) হারিনি। হেরেছে দেশের ১৬ কোটি জনগণ।
তিনি বলেন, আগের মতো বর্তমান সংসদে কোনো জৌলুস নেই। বিরোধী দলের নেতাকে নিয়ে শোক প্রস্তাবের আলোচনায় কোনো জৌলুস দেখলাম না।
এ সময় সরকার ও বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে সিরাজ বলেন, দেশের মানুষ আজ কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি চায়। পরে সিরাজ দল নিয়ে বক্তব্য অব্যাহত রাখলে স্পিকার নির্ধারিত সময় শেষে তার ফ্লোর বন্ধ করে দেন।
এদিকে সিরাজের ব্ক্তব্যের সমালোচনা করেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান প্রশ্ন রাখেন, ‘যখন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কাছ থেকে বিএনপি নেত্রী খালেদা মাত্র একটাকা মূল্যে বিশাল বিশাল বাড়ি নিয়েছেন, তখন বিএনপির কাছে সংসদে জৌলুস ছিল?’
টপ নিউজ তদন্ত কমিশন দুর্নীতি দুর্নীতি বন্ধে কমিশন সিনিয়র এমপিদের নিয়ে কমিশন