Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে অর্ধকোটি টাকার স্বর্ণ, মোবাইল ও কসমেটিকসহ আটক ৪


৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৫ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৩

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের স্বর্ণ, মোবাইল ও কসমেটিকসহ চার ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। এর এক পর্যায়ে বিমান বন্দরের কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রমের পর চারজন যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। পরে তাদেরকে তল্লাশি করা হলে তিনযাত্রীর শরীরের গোপন স্থানে লুকানো অবস্থায় সাতটি স্বর্ণবার (৮১২ গ্রাম) এবং একযাত্রীর লাগেজে বিপুল পরিমাণ কসমেটিক ও ২০টা মোবাইল পাওয়া যায়।

তিনি আরও জানান, আটক পণ্যের আনুমানিক দাম প্রায় অর্ধকোটি টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কসমেটিকস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বর্ণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর