কুড়িগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় ৬০ বছরের বৃদ্ধ আটক
৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:২১
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ছোটখাটামারী মিলনী স্কুলপাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ছোটখামারী মিলনী স্কুলপাড়া গ্রামের ফরমান আলী (৬০) প্রতিবেশীর শিশুকন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় বাড়িটি ফাঁকা থাকায় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে সে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ফরমান আলী পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘আটক ফরমান আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’