Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চিকিৎসা শেষ না করে খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র চলছে’


৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪২

চট্টগ্রাম ব্যুরো: হাসপাতালে চিকিৎসা শেষ না করেই বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আয়োজিত সভায় এই অভিযোগ করেন শাহাদাত। নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এই সভা হয়েছে।

শাহাদাত বলেন, ‘চিকিৎসা শেষ না করেই সরকার বেগম খালেদা জিয়াকে ফের কারাগারে নেওয়ার ষড়যন্ত্র করছে। পিজি হাসপাতালের পরিচালক বলেছেন, বেগম খালেদা জিয়া নাকি সুস্থ। এটা ষড়যন্ত্রের অংশ। কারণ বেগম খালেদা জিয়ার চিকিৎসা ঠিকমতো না হওয়ায় তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।’

শাহাদাত আরও বলেন, ‘৩০ ডিসেম্বরের তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। পথে-ঘাটে শুধু লাশের মিছিল। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস চলছে লাগামহীনভাবে।’

একই সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতিতে ডুবে আছে। জনগণের অধিকার আদায় ও দেশনেত্রীর মুক্তির জন্য বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন ও শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, সহ-মহিলা সম্পাদক লুসি খান, নগর মহিলা দলের সহসভাপতি খালেদা বোরহান।

বিজ্ঞাপন

খালেদা জিয়া চিকিৎসা বিএনপি হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর