Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৩ হাজার ৯১ জন, ২৪ ঘণ্টায় ভর্তি ৭১৬


৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৫ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৬

ঢাকা: সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিন হাজার ৯১ জন রোগী। এর মধ্যে রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৬ জন।

সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান। তিনি আরও জানান, এই ২৪ ঘণ্টায় ৩০০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪১৬ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। সবমিলিয়ে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এখন ১ হাজার ৫২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ৫৬৯ জন রোগী।

বিজ্ঞাপন

ডা. আয়শা জানান, চলতি বছরের ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৭ হাজার ২৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৭৩ হাজার ৯৪২ জন। অর্থাৎ ৯৫ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখন পর্যন্ত। বাকি ১৯৭ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৬০ জন ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআর সূত্রে জানা যায়, ২০১৯ সালে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৯৭টি মৃত্যুর ঘটনা এসেছে। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১০১টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৬০ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৭৯ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ছয় জন ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও বিএসএমএমইউতে ১০ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে একজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে পাঁচ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৩ জন, কুয়েত বাংলাদেশ সরকারী মৈত্রী হাসপাতালে তিন জন ও নিটোরে একজন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৬ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন ও খুলনা বিভাগে ১৩৫ জন, রংপুর বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, সিলেট বিভাগে সাত জন ও ময়মনসিংহ বিভাগে ১৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডা. সানিয়া তাহমিনা ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর