Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির নামে প্রতারণা, লাইফওয়ে কোম্পানির ৮ কর্মকর্তা কারাগারে


৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৮

ঢাকা: প্রতারণার অভিযোগের মামলায় রাজধানীর উত্তরার লাইফওয়ে কোম্পানির ৮ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৯ সেপ্টেম্বর ) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামিদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জের মো. মর্তুজা (২৮), গাজীপুর জয়দেবপুরের মো. হোসাইন আহম্মেদ খাঁন ওরফে শাহাদৎ (২২), রাজশাহীর বাঘা উপজেলার মো. আরিফ হোসেন ওরফে আহসান হাবিব (২০), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মো. আমিনুল ইসলাম (২২), পাবনার আতাইকুলার মো. ওবাইদুল হক (২৭), যশোরের অভয়নগর উপজেলার মো. ইয়ামিন ইসলাম (২০), পাবনা সদরের মোছা. নাজনীন সুলতানা নিশা (২৯) ও রাজশাহী চারঘাটের মো. ইসমাইল হোসেন (২৭)।

বিজ্ঞাপন

আরও পড়ুন: লাইফওয়েতে অভিযান: ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন জিম্মিরা

মামলাটির তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ সেপ্টেম্বর অভিযান চালিয়ে লাইফওয়ে কোম্পানির ৮ কর্মকর্তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এ সময় উত্তরার বিভিন্ন বাসা বাড়িতে আটকে রাখা ১ শ ৫০ জনকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

ওই ঘটনায় তুরাগ থানায় ভুক্তভোগী মোহাম্মদ মিলন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কারাগারে টপ নিউজ প্রতারণা লাইফওয়ে

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর