২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ধউরে অবরোধ প্রত্যাহার
৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০২
ঢাকা: বাসচাপায় সংগীত শিল্পী পরিচালক পারভেজ রব এবং মেহেদী হাসান নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছে মেহেদীর সহপাঠীরা। এ সময় তারা তিন দফা দাবি জানান।
এগুলো হলো— ভিক্টর পরিবহনের লাইসেন্স বাতিল করতে হবে, দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে পারভেজ রব ও মেহেদী হাসানকে চাপা দেওয়া বাসের চালক, তার সহকারী এবং সংশ্লিষ্ট কর্মচারীদের গ্রেফতার করতে হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের এসি শচীন মল্লিকের আশ্বাসে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি পূরণ না হলে আগামীকাল (বুধবার) সকাল ৯টায় ফের রাস্তায় নামবেন তারা।
এর আগে দুপুর ১২টায় ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের পাশে সড়ক অবরোধ করেন মেহেদীর সহপাঠীরা। অবরোধ কর্মসূচি শুরু হলে এতে স্থানীয়রাও যোগ দেন।
আরও পড়ুন:
বাসচাপায় মৃত্যু, বিচার দাবিতে ধউরে সড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় সংগীত পরিচালক পারভেজ রবের মৃত্যু