Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রংপুর ৩ আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চলছে’


৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৭ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৮

ঢাকা: রংপুর ৩ আসন নিয়ে সমঝোতার ব্যাপারে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চলছে তবে এখনও কোনো সিদ্ধান্ত তাদের থেকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (৯ সেপ্টেম্বর) বনানী দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান জাপা চেয়ারম্যান।

দলীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, দলের নেতাদের ঐক্যমতের ভিত্তিতে রংপুর ৩ আসনে সাদ এরশাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।এ

দলকে যে কোনো মুল্যে ঐক্যবদ্ধ রাখতে জাতীয় পার্টির দুই অংশের মধ্যে সমঝোতা হয়েছে। সবার আগে দেশ ও দল বড় জানিয়ে তিনি বলেন,  দলটির সাথে অনেক মানুষ জড়িত। তাই কার কি ক্ষতি হলো বা কে লাভবান হলো সে বিষয়টি বড় করে দেখছি না।

দলের সঙ্গে অনেক মানুষ জড়িত আর তাদের স্বার্থেই সবাই আবার এক হয়েছেন জানিয়ে  তিনি বলেন, আমাদের দলের মধ্যে কোনো মতভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে পার্টিকে শক্তিশালী ও ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য ৮ বিভাগে সাংগঠনিক টিম কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে গঠন করা হয়েছে। এই টিম তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী জেলায় জেলায় ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সু-সংগঠিত করবে।

জাপা জি এম কাদের বনানী রংপুর ৩

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর