মাতুয়াইলে ট্রাকের ধাক্কায় বাসের হেলপারের মৃত্যু
৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:২০
ঢাকা: রাজধানীর মাতুয়াইলে ট্রাকের ধাক্কায় শ্যামলী পরিবহনের হেলপার আব্দুল কুদ্দুস (৩৫) মারা গেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামলি পরিবহনের সুপারভাইজার মনিরুজ্জামন জানান, মাতুয়াইল মেডিকেলের সামনে চলন্ত অবস্থায় বাসটিকে পিছন থেকে একটি বড় ট্রাক ধাক্কা দেয়। এতে সামনের গ্লাস ভেঙ্গে হেলপার কুদ্দুস বাইরে পড়ে যান। তবে বাসের অন্য যাত্রীরা কেউ হতাহত হননি।
তিনি আরও জানান, কুদ্দুসের বাড়ি কুমিল্লার চান্দিনায়। ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।