নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে প্রাণ গেল ২ পথচারীর
৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:২০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৬
ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে ফজলু মিয়া (৫০) ও মৃত মনা মিয়ার ছেলে আলাউদ্দিন (৭০)।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ত্রিশালের বগারবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে বগারবাজারের সাইনবোর্ড এলাকায় ময়মনসিংহগামী একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকটির চাপায় স্থানীয় দুই পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।