Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামাবাড়ি যাওয়ার পথে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ


৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৮

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রায়পুরের মেঘনা বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, শুক্রবার বিকেলে মামার বাড়িতে যাচ্ছিলো নির্যাতিত কিশোরীটি। মেঘনা বাজার এলাকায় পৌঁছলে চর ইন্দুরিয়ার বখাটে হিসেবে পরিচিত তিন যুবক রাজিব, রাকিব ও হৃদয় তাকে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয় একটি বাড়িতে তাকে আটকে রেখে গণধর্ষণ করা হয়। এক পর্যায়ে কিশোরীটি অচেতন হয়ে পড়লে বখাটেরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

এক পর্যায়ে স্থানীয়রা ওই পরিত্যক্ত বাড়িতে হাত-পা বাঁধা অচেতন কিশোরীকে দেখতে পেয়ে তার বাঁধন খুলে দেয়। পরে তার পরিচয় নিশ্চিত হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রিয়াজুল কবির আরও বলেন, দ্রুত কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাজিব, রাকিব ও হৃদয়কে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অপহরণ ধর্ষণ স্কুলছাত্রীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর