নির্বাচন ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৫
ঢাকা: বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান সারাবাংলাকে জানান, রোববার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৬ মিনিটের দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্টে আগুনের সূত্রপাত ঘটে।
কামরুল হাসান জানান, নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট অংশটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।