Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আটপাড়া উপজেলায় আ.লীগের প্রার্থী খাইরুল


৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩১

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের পঞ্চম ধাপের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল ইসলামকে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দলের এই প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। আগামী ১৪ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, আটপাড়া উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তবে সেই সভায় দলের একক প্রার্থী মনোনয়ন নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সে কারণেই ১১ জন প্রার্থীর তালিকা পাঠানো হয় কেন্দ্রে। সেই তালিকা থেকেই খাইরুল ইসলামকে মনোনীত করেছে মনোনয়ন বোর্ড।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল খালেক সাহেবের ছেলে মো. খাইরুল ইসলাম এর আগেও আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। দলের উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকেও সুসংগঠিত করেন। ফের উপজেলা পরিষদের নির্বাচনে জয় পেলে উপজেলার উন্নয়নের অসমাপ্ত কাজ শেষ করবেন বলে জানিয়েছেন তিনি।

খাইরুল ইসলাম বলেন, আমি এবারও উপজেলাবাসীর ভোটে নৌকা প্রতীকে নির্বাচিত হব বলে আশাবাদী। এর আগে চেয়ারম্যান হিসেবে যেসব কাজ শুরু করেছি, সেগুলো শেষ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। মনোনয়ন বোর্ড থেকে মনোনয়ন চূড়ান্ত করায় তিনি দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

আটপাড়া উপজেলায় সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ২৬৩ জন, নারী ভোটার ৪৭ হাজার ৬৭৭জন।

বিজ্ঞাপন

আটপাড়া উপজেলা উপজেলা নির্বাচন মো. খাইরুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর