Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ তরুণ পাচ্ছেন ‘আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সন অ্যাওয়ার্ড’


৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৮ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৯

ঢাকা: তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেসিআই) ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সন অ্যাওয়ার্ড’ পাচ্ছেন দেশের ১০ তরুণ। অসামান্য অর্জন, ব্যবসায়িক অর্জন, অসামান্য নেতৃত্ব, চিকিৎসা ও সাংস্কৃতিক অর্জনের জন্যে স্বীকৃতি হিসেবে তাদের এ পদক দেওয়া হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবাত সম্মেলনে জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম বলেন, ১৮ সেপ্টেম্বর ১০ তরুণকে তাদের অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেওয়া হবে। ওই দিন হোটেল র‌্যাডিসন ব্লুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের হাতে এ পদক তুলে দেবেন।

ইরফান ইসলাম আরও বলেন, জেসিআই সমাজের দরিদ্র মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াসহ তরুণ উদ্যোক্তা তৈরি ও তাদের সুযোগ-সুবিধা নিয়ে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। বাংলাদেশে ১৪টি স্থানীয় চ্যাপ্টারে বিভক্ত হয়ে প্রায় একহাজার সদস্য সক্রিয়ভাবে তাদের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইরফান জানান, আন্তর্জাতিক সংগঠন ‘জেসিআই’র সদস্য হতে পারবেন ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কেউ। সংগঠনটি মানসম্মত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। বর্তমানে দেশের প্রায় এক হাজার তরুণ এ সংগঠনের সঙ্গে যুক্ত। আর বিশ্বের ১২৩টি দেশে দুই লাখ সদস্য রয়েছে সংগঠনটির।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রেসিডেন্ট ফায়াজ আতিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারাহ কামাল, কোষাধ্যক্ষ সাকিব আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ফখর উছ সালেহীন নাহিয়ানসহ অন্যরা।

বিজ্ঞাপন

আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সন অ্যাওয়ার্ড জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেসিআই

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর