Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাজিয়া মিছিলে দা-বল্লম নয়, নিষিদ্ধ আতশবাজি-পটকা


৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:১১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৯

ঢাকা: পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। নির্দেশনা অনুযায়ী মিছিলে দা-ছোরাসহ অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে আতশবাজি বা পটকা ফোটাতেও নিষেধ করা হয়েছে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের।

রোববার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের সই করা এক আদেশে তাজিয়া মিছিলের জন্য এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, তাজিয়া মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিরা দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে, যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে। এ ধরনের বস্তুর ব্যবহার ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি ছড়া, জননিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়ায়। তাছাড়া মহররম মাসে আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটান অনেকেই, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ কারণে ডিএমপি অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। এই আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বজায় থাকবে।

ফাইল ছবি

ডিএমপি তাজিয়া মিছিল নির্দেশনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর