Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যস্ত সড়কে গা ঘেঁষে দাঁড়িয়ে ছিনতাই, গ্রেফতার ৩


৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মোবাইলে ছিনতাইয়ের অভিযোগে ২ কিশোরসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনজনই ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ব্যস্ত সড়কে মানুষের গা ঘেঁষে দাঁড়িয়ে কোমরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। এদের একাধিকবার গ্রেফতার করে জেলে পাঠানো হলেও জামিনে বেরিয়ে তারা আবার একই কাজে জড়িয়ে পড়ে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডে একটি ছিনতাইয়ের ঘটনার পর দুই কিশোরকে ধরে পুলিশের হাতে দেয় জনতা। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকজনকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

বিজ্ঞাপন

গ্রেফতার তিনজন হলো- জয় বড়ুয়া (১৭), মো.রবিউল (১৭) ও মো.রফিক (২৩)।

ওসি মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, শনিবার রাতে মোটরসাইকেলে করে প্রবাল রক্ষিত নামে এক ব্যক্তি স্টেশন রোড অতিক্রমের সময় যানজটে আটকা পড়েন। এ সময় জয় ও রবিউল গিয়ে দুইপাশ থেকে তার গা ঘেঁষে দাঁড়ায়। এরপর লোকজনের দৃষ্টি এড়িয়ে প্রবালের কোমরে ছোরা ঠেকিয়ে তার মোবাইল কেড়ে নেয়। দুজন চলে যাবার সময় প্রবাল চিৎকার দিলে জনতা তাদের ধরে ফেলে। খবর পেয়ে টহল পুলিশ গিয়ে তাদের আটক করে।

ওসি বলেন, ‘জয় ও রবিউলের কাছে মোবাইল ফোনটি না পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে, তারা সেটি রফিককে দিয়েছে বলে জানায়। মোবাইল ফোনটি ছিনতাইয়ের পর মুহূর্তের মধ্যেই তারা রফিককে সেটি হস্তান্তর করে। স্টেশন রোডের ফুটপাতে রফিক মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে, যার অধিকাংশই চুরি-ছিনতাই করে আনা। আমরা দ্রুত রফিককে গ্রেফতার করে মোবাইলটি উদ্ধার করি।’

বিজ্ঞাপন

ওসি মহসীন আরও বলেন, ‘স্টেশন রোড এলাকায় কিশোর-তরুণদের প্রায় ২০ জনের একটি গ্রুপ আছে। তারা ট্রাফিক সিগন্যালের মধ্যে কিংবা যানজটে আটকে থাকা মোটরসাইকেল-রিকশা টার্গেট করে। ব্যস্ত সড়কে এমনভাবে তারা মোবাইলে ছিনতাই করে যে পাশে থাকা কারও বোঝা সম্ভব নয়। তিনজনকেই আমরা আগেও গ্রেফতার করেছিলাম। কিন্তু জেল থেকে বেরিয়ে তারা ফের একই অপরাধে জড়িয়ে পড়ে।’

তিনজনের বিরুদ্ধে প্রবাল রক্ষিত বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

চট্টগ্রাম ছিনতাই টপ নিউজ ব্যস্ত সড়ক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর