Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপা: বাবার মৃত্যুর ৩ দিন পর ছেলে আহত, বন্ধুর মৃত্যু  


৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫০

নিহত সংগীত পরিচালক পারভেজ রব ও তার ছেলে আহত ইয়ামিন আলভি

ঢাকা: রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টর এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসচাপায় মেহেদী হাসান (১৯) নামে এক যুবক মারা গেছেন। এসময় আহত হয়েছেন ওই একই পরিবহনের বাসচাপায় নিহত সংগীত পরিচালক পারভেজ রবের ছেলে ও মেহেদীর বন্ধু ইয়ামিন আলভি (২০)।

রোববার (৮ সেপ্টেম্বর) বাসচাপায় নিহত মেহেদীর বড় ভাই মোহাম্মদ পরভেজ  সারাবাংলাকে বলেন, মেহেদীর বন্ধু আহত ইয়ামিন আলভির বাবা সংগীত পরিচালক পারভেজ রব। গত ৫ সেপ্টেম্বর উত্তরায় ওই একই কোম্পানির (ভিক্টর পরিবহনের) আরেকটি বাসচাপায় তিনি মারা যান। আলভির বাবার মৃত্যুতে আজ লোক খাওয়ানোর কথা ছিল। সেজন্য তারা মেহেদি ও আলভি রাতে টঙ্গি যাচ্ছিল কাঁচাবাজার করতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় সংগীত পরিচালক পারভেজ রবের মৃত্যু

উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) সাদেক খান সারাবাংলাকে বলেন,  শনিবার রাত ১০টার দিকে ভিক্টর পরিবহনের একটি বাস চাপায় নিহত হয় মেহদী। এসময় তার আরেক বন্ধুও আহত হয়েছেন।  ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর  আহত আলভীকে  ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসচাপায় নিহত মেহেদীর বড় ভাই মোহাম্মদ পরভেজ আরও জানান, তাদের বাসা তুরাগের ধউর এলাকায়। মেহেদী গত বছর এইচএসসি পাশ করেছে। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদেরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এসময়  চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

বাসচাপা মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর