Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু


৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৫

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নাসিমা বেগম (৪৮) নামের এক নারী ডেঙ্গু জ্বরে মারা গেছেন। রোববার (৯সেপ্টেম্বর) সকাল ৯টায় হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নাসিমার ভাই মোসলেহ উদ্দিন জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডামঘর গ্রামে। তার বোন মিরপুর শ্যাওড়া পাড়ায় থাকতেন। নাসিমা বেগমের স্বামী জাহাঙ্গীর আলম সৌদি প্রবাসী। ১ ছেলে ও ২ মেয়ের মা ছিলেন তিনি।

মোসলেহ উদ্দিন আরও জানান, গত চার দিন ধরে জ্বর ছিলো নাসিমার।  শনিবার (৭ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরে একটি বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে রোববার ভোর ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়। নাসিমা বেগম কিডনীর রোগে ভুগছিলেন বলেও জানান তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন নতুন রোগী। ছাড়পত্র নিয়েছেন ৭১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮১ জন ডেঙ্গু রোগী।

ডেঙ্গু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর