৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২
৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৩
ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় কুড়িল ফ্লাইওভারের পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি গাড়ি গতিরোধ করে ও গ্লাস ভেঙে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৈয়ব আলী (৪২) ও সাকিল সরদার (২৯) নামের দুজনকে। এছাড়া, জব্দ করা হয় তাদের কাছ থেকে পাওয়া নগদ ৪ লাখ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার।
রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অতিরিক্ত উপ কমিশনার শাহজাহান সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত গত ৪ আগস্ট ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শাহজাহান সাজু বলেন, গোপন তথ্য পেয়ে গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ৯ টার দিকে রাজধানীর শিল্পাঞ্চল থানার এফডিসি গেটের সামনের সড়ক থেকে ছিনতাইকারী দলের মূল-হোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ ৪ লাখ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ছিনতাইকারী ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে। তারা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। মতিঝিল এলাকায় অবস্থান করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লক্ষ্য রাখে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বড় অংকের টাকা উত্তোলন করে নেওয়ার পথে তাদের সুবিধাজনক স্থানে টাকা বহনকৃত গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাই করে। কখনও তারা অস্ত্রের মুখে আবার কখনও নিজেদের ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়েও ছিনতাই করে।
অভিযান পরিচালনা করেন ডিবি উত্তর গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলায়েন।