আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবসে বগুড়ায় মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:০১
বগুড়া: নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনগুলো। শনিবার (৭ সেপ্টেম্বর) শহরের সাতমাথা এলাকায় মনববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে প্রচারপত্র বিলি, শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে শকুনের দেখা মিলতো। নানা কারণে এই পাখি এখন বিলুপ্তির পথে। প্রতি বছর ৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়। শকুন সংরক্ষণে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি।