বগুড়া ও রাঙ্গামাটিতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৪
ঢাকা: বগুড়ার ধুনট ও রাঙ্গামাটির লংগদু উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সারাদিনে এই দুর্ঘটনাগুলো ঘটে। মৃত শিশুরা হলো— সম্রাট (৯), হালিমা আক্তার (৪) ও সাদিয়া আক্তার (৩)।
সম্রাট ধুনট উপজেলার পেঁচিবাড়ী গ্রামের লাল চাঁনের ছেলে। সে পেঁচিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৮টার দিকে বাবার সঙ্গে বাঙালী নদীতে মাছ ধরতে নেমে তলিয়ে যায় সম্রাট। প্রায় দুইঘণ্টা খোঁজার পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বলেন, স্থানীয়রা আগেই মরদেহ উদ্ধার করে।
এদিকে রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে ডুবে হালিমা ও সাদিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
সাদিয়ার বাবার নাম মো. ইউসুফ মিয়া। হালিমার বাবার নাম মো. রাসেল মিয়া। স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে খেলার সময় দুই শিশু কাপ্তাই হ্রদের পড়ে যায়। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।
কালাপাকুজ্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।