Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি দেশে ফিরবেন সোমবার


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৪

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৮ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৯ সেপ্টেম্বর সোমবার দেশে ফিরবেন। তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, ‘রাষ্ট্রপতির দেশে ফেরার সময় পরিবর্তন হয়েছে। তিনি ৮ সেপ্টেম্বরের পরিবর্তে ৯ সেপ্টেম্বর (সোমবার) দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইট সোমবার সকালে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরবে।’

উল্লেখ্য, ৩১ আগস্ট সকাল পৌনে ১০টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। বাসস।

মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর