‘দল-মতের ঊর্ধ্বে রাখতে হবে নারায়ণগঞ্জ জেলা সমিতিকে’
৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৩
ঢাকা: নারায়ণগঞ্জ জেলা সমিতিকে দল-মতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন সমিতির নতুন সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
শনিবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এদিন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)-কে সভাপতি ও কে এম আবু হানিফ হৃদয়কে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এসময় নতুন সভাপতি গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রত্যেক মানুষ কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের আমলে ওই দলের কাউকে সভাপতি বানালে সেটা হবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সমিতি। বিএনপির আমলে ওই দলের লোককে সভাপতি বানালে হবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সমিতি। আমরা এরকম কিছু চাই না। আমরা চাই, দল-মতের ঊর্ধ্বে রাখতে হবে নারায়ণগঞ্জ জেলা সমিতিকে। ’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা সমিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব দলের লোক স্থান পাবে। এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে সব দলের লোকেরাই থাকবে। রাজনীতির ভেদাভেদ ভুলে নারায়ণগঞ্জ জেলা সমিতি হবে নারায়ণগঞ্জের জনগণের সমিতি। যেখানে সব দলের লোকেরাই স্থান পাবে।’
নতুন সভাপতি আরও বলেন, ‘রাজনীতিতে সমালোচনা থাকবে। আর এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। নারায়ণগঞ্জ জেলা সমিতির সবাইকে মিলেমিশে এক হয়ে কাজ করতে হবে। যেহেতু আমি রাজনীতি করি তাই আমার সমালোচনা থাকবেই। সেদিকে কান না দিয়ে যেভাবে হোক আগে সমিতিটাকে দাঁড় করাতে হবে। নিজের জেলাকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের যে সুনাম আছে সেটা আমাদের ধরে রাখতে হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এ কে এম সেলিম ওসমান এমপি, সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ (বীর উত্তম), সমিতির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এস এম আকরাম, সমিতির অন্যতম সদস্য সেলিনা হায়াত আইভীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নারায়ণগঞ্জ জেলা সমিতির নেতারা।
গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) টপ নিউজ নারায়ণগঞ্জ জেলা সমিতি বস্ত্র ও পাটমন্ত্রী সভাপতি