Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু কেড়ে নিল স্কুলছাত্রী রুবাইয়ার জীবন  


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জ থেকে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রী রুবাইয়া আক্তার মারা গেছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সংকটাপন্ন অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পর রাতেই ওই ছাত্রী মারা যায়।

নিহত রুবাইয়া আক্তার মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুর রশীদের মেয়ে। সে স্থানীয় রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নারগিস আক্তার বলেন, ‘শুক্রবার দুপুর সোয়া একটার দিকে রুবাইয়াকে জেলা হাসপাতালে আনা হয়। তার শারীরীক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পর রাতে তার মৃত্যুর খবর শুনেছি।’

রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহাম্মেদ বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে রুবাইয়ার দাফন করা হয়। তার এ অকাল মৃত্যুতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী শোকাহত।’

এদিকে গত ৪ আগস্ট ২৭ দিনের শিশু সন্তান রেখে মানিকগঞ্জের চক্ষু হাসপাতালের নার্স চামেলী বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

ডেঙ্গু ডেঙ্গুতে মৃত্যু রুকাইয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর