সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী
৬ ডিসেম্বর ২০১৭ ২২:০৪ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৭ ১০:২১
সিনিয়র করেসপন্ডেন্ট
সৌদি আরবের সফররত বাণিজ্য প্রতিনিধি দলকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
দেশটির ব্যবসায়ীদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এর যেকোনো একটিতে আপনারা বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে পারেন।’
বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এ আয়োজিত বাংলাদেশ-সৌদি আরব বিজনেস মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার এমডিজি অর্জনের পর এসডিজির অভিষ্ট্য লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে। কৃষিনির্ভর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ শিল্প ও সেবানির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে স্থানান্তরিত হচ্ছে। ’
তোফায়েল আহমেদ বলেন,‘ দেশের রফতানি প্রবৃদ্ধি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দেশটির অনুকূলে রয়েছে।’
সৌদি আরবের ইন্টারন্যাশনাল মার্কেটিং এন্ড ইনভেস্টমেন্ট গ্রুপ লিমিটেডের সভাপতি মোসাবাব আব্দুল্লাহ আলকাহতানি’র নেতৃত্বে সে দেশের ২১ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল এই সভায় অংশ নেন। এতে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি মুসতাকিম আশরাফ, এফবিসিসিআই-এর প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।
সারাবাংলা/এএইচটি/টিএম/আইজেকে