Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী আহত


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৮

ঢাকা: রাজধানীর সায়েদাবাদ রেললাইনে ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ারী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল সরকার জানায়, সকালে সায়েদাবাদ রেললাইনে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় তানিয়া। পরে বাবুল হোসেন নামে এক পথচারী তাকে উদ্ধার করে প্রথমে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যান।

এএসআই চঞ্চল আরও জানায়, পরে সালাউদ্দিন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তানিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে তানিয়ার বাবা-মা হাসপাতালে আসেন। মা রিনা বেগম জানায়, তাদের বাসা খিলগাঁও ভূঁইয়াপাড়া সিপাহীবাগ। তানিয়া ভূঁইয়াপাড়া শান্তিপুর আইডিয়াল স্কুলে দশম শ্রেণিতে পড়ে। সকালে স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়।

তানিয়ার মা রিনা জানান, তানিয়া কেন সায়েদাবাদ গেল আমাদের জানা নেই। কে তাকে সেখানে নিয়ে গেল তা তারা জানেন না।

ট্রেনের ধাক্কা সায়েদাবাদ রেলগেট স্কুলছাত্রী আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর