ঝাড়খন্ড থেকে আসবে বিদ্যুৎ, তৈরি হচ্ছে সঞ্চালন লাইন
৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:১৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪০
ঢাকা: ভারতের ঝাড়খন্ড রাজ্য থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্রও স্থাপন করা হচ্ছে। আর সেই বিদ্যুৎ আনার জন্য তৈরি করা হবে একটি সঞ্চালন লাইন। দেশের কৃষিজ অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র রাজশাহী-রংপুরসহ রাজধানী ঢাকাতেও বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণ করবে এই সঞ্চালন লাইনে আসা বিদ্যুৎ।
২২৫ কোটি ৪৯ টাকা ব্যয়ের নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ভারতের ঝাড়খন্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর থেকে মনাকষা সীমান্ত পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ’। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব রাখা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের হাতে। সংশ্লিষ্টরা বরছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কয়লা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত ১৬শ মেগাওয়াট বিদ্যুৎ দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার অনেকটাই পূরণ করতে সক্ষম হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ২২৫ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২১৬ কোটি ৩২ লাখ টাকা ও বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে ৯ কোটি ১৬ লাখ টাকা খরচ করা হবে।
পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, প্রকল্পটি প্রস্তাব পাওয়ার পর চলতি বছরের ১৬ জুন প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। এ মুহূর্তে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পরবর্তী সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত।
অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য বিদ্যুতের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণের জন্য সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থেকে আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ আমদানির কার্যক্রম হাতে নিয়েছে। ভারতের আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড (এপিজেএল) ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মাণাধীন ১৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ইভাকুয়েশনের জন্য ভারত অংশে এপিজেএল ও বাংলাদেশ অংশে পিজিসিবি সঞ্চালন নির্মাণ করা হবে।
পিজিসিবি বাস্তবানাধীন একটি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বগুড়া পর্যন্ত ১০৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের এই গ্রিডের সঙ্গে ভারতের বিদ্যুৎকেন্দ্রের সংযোগ স্থাপনের জন্য এই প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন থেকে একই জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পর্যন্ত ২৮ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণের সংস্থান রাখা হয়েছে প্রকল্পটিতে।
২৩৪ কোটি ৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বরে বাস্তবায়নের জন্য ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। প্রকল্পটি চলতি বছরের ১৬ জুন পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। পিইসি সভার সুপারিশের কারণে মোট ২২৫ কোটি ৪৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে পুনর্গঠিত ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য সাহিন আহমেদ চৌধুরী পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মাণাধীন ১৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন হতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পর্যন্ত ২৮ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।