প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, চাচাত ভাইসহ আটক ২
৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:০১
জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে তার চাচাত ভাইসহ আরও এক কিশোর ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে রাতেই দুই কিশোরকে আটক করা হয়। এর মধ্যে ধর্ষণের শিকার শিশুটির চাচাত ভাই তারেকের বয়স ১৬ বছর। আরেক কিশোর মারুফ হোসেনের বয়স আনুমানিক ১২ বছর। সে নওগাঁর ধামুইরহাট উপজেলার মিঠুন হোসেনের ছেলে। মারুফ চকশ্যাম গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বৃহষ্পতিবার বিকেলে তারেক ও মারুফ মাছ ধরার কথা বলে আট বছর বয়সী ওই শিশুকে নিয়ে ছোট যমুনা নদীতে নিয়ে যায়। পরে নদী তীরের নির্জন এলাকায় তাকে নিয়ে ধর্ষণ করে।
ওসি জানান, ধর্ষণের শিকার হয়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়ি ফিরে এ ঘটনা জানায়। এসময় শিশুটিকে নিয়ে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশের কাছে অভিযোগ করেন মেয়েটির বাব। পুলিশ তারেক ও মারুফকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।