জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন
৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৬
স্বাধীন জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিবারের সুত্রে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিমলাইভ।
৯৫ বছর বয়স্ক মুগাবে অনেকদিন ধরেই বিভিন্ন রকম শারিরীক সমস্যায় ভুগছিলেন।
এর দুই সপ্তাহ আগে, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মাঙ্গাগোয়া এক কেবিনেট মিটিংয়ে বলেছিলেন , চিকিৎসকেরা মুগাবের চিকিৎসা সমাপ্ত ঘোষণা করেছে। এ বছরের এপ্রিল থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন।
উল্লেখ করা যায় যে, রবার্ট মুগাবে ২০১৭ সালের নভেম্বর মাসে এক সেনা অভ্যুত্থানের পর শাসন ক্ষমতা হারান।