সড়ক দুর্ঘটনায় সংগীত পরিচালক পারভেজ রবের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৭
ঢাক: রাজধানীর তুরাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পিী ও সংগীত পরিচালক মো. পারভেজ রবের (৫৬) মৃত্যু হয়েছে। তিনি প্রখ্যাত কণ্ঠশিল্পী আপেল মাহমুদের ছোট ভাই।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তুরাগ ইস্ট-ওয়েস্ট হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোক্তাকিম জানান, সকালের দিকে ওই জায়গায় তিনি দুর্ঘটনায় আহত হন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।