Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অফিস যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল ফারহানাজের


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৭

ঢাকা: রাজধানীর বনানীতে কর্মস্থলে যাওয়ার পথে কাকলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ফারহানাজ (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারহানাজের বড় বোনের স্বামী সরফরাজ জানান, মহাখালী আমতলি ইউপিএল নামে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন ফারহানাজ। বৃহস্পতিবার সকালে স্বামী নাজমুল মোটরসাইকেলে করে বনানী আমতলি এলাকায় নামিয়ে দেন স্ত্রী ফারহানাজকে। সেখানে রাস্তা পার হওয়ার সময় কাকলী পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর  আহত হন । এসময় পথচারীরা  তাকে কুর্মিটোলা জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা ফারহানাজকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বনানী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, ফারহানাজের স্বামী নাজমুল হাসান বাদি হয়ে মামলা করেছেন। কাকলী পরিবহনের ( ঢাকা মেট্রো-জ ১১৩০০৩) বাস চালক শামীম মিয়াকে আসামি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছে।

তিনি আরও জানান, এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি ভালো আছেন তার নাম জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বথুলি গ্রামে।

মিরপুর মনিপুর এলাকায় স্বামী নাজমুল হাসান ও মেয়ে উসরাকে নিয়ে থাকতেন ফারহানাজ।

কাকলী পরিবহন টপ নিউজ বাসের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর