মন্ত্রিসভা থেকে বরিস জনসনের ভাইয়ের পদত্যাগ
৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৫
যুক্তরাজ্যের মন্ত্রিসভা ও ক্ষমতাসীন টোরি দলের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই জো জনসন। বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, হাউজ অব কমন্সে টানা দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর ভোটগ্রহণে বরিস জনসনের পরাজয়ের পর পূর্ব ঘোষণা অনুয়ায়ী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া যখন দোদুল্যমান। ঠিক সেই মুহূর্তে পারিবারিক বিশ্বস্ততা এবং জাতীয় স্বার্থের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করে টোরি দলের অন্যতম সংসদ সদস্য ও মন্ত্রী জো জনসন পদত্যাগ করলেন।
এ বিষয়ে এক এক টুইটার বার্তায় জো জনসন জানিয়েছে, নয় বছর ধরে তিনি অর্পিংটনের জনগণের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। কিন্তু পারিবারিক বিশ্বস্ততা এবং জাতীয় স্বার্থ এমন একটি সাংঘর্ষিক অবস্থায় এসে উপনীত হয়েছে যে পদত্যাগ করা ছাড়া তার আর কোনো উপায় থাকছে না।
ইউরোপীয় ইউনিয়ন জো জনসন পদত্যাগ বরিস জনসন ব্রেক্সিট যুক্তরাজ্য