জনগণের ওপর আস্থা হারিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী
৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২০
ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক প্রমাণ করছে দেশের জনগণের ওপর দলটি আস্থা হারিয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘গত দশ বছরে বাংলাদেশ অর্থনীতি, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক এগিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় পর পর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জিয়াই ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেছে। দলটির নেতাদের মুখে সরকারের সমালোচনা মানায় না। ’ দেশে খেলাপি ঋণের পরিমাণ কমেছে বলে দাবি করেন হাছান মাহমুদ।
অক্টোবরে বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১০ বছর এমন আন্দোলনের তারিখ দিয়ে তারা সফল করতে পারেনি। বিএনপি এখন শুধু দেশের জনগণই নয়, নিজেদের কর্মীদের থেকেও বিচ্ছিন্ন হয়ে আন্দোলনের স্বক্ষমতা হারিয়েছে।’