শিক্ষার্থীকে বলাৎকার, মাদরাসার সেক্রেটারিসহ আটক ৫
৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৬
নাটোর: নাটোরে এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় ওই মাদ্রাসার সেক্রেটারিসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাটের সদর উপজেলার গৌরীপুর মেহেরুল্লাহ হাফেজিয়া মাদরাসার কিতাব বিভাগের শিক্ষক শাহাদৎ হোসেনের বিরুদ্ধে ওই মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পেয়েছি। মাদরাসার সেক্রেটোরি মোফাচ্ছের মাস্টারসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে শাহাদৎ পলাতক আছে।
ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, গৌরীপুর মেহেরুল্লাহ হাফেজিয়া মাদরাসার ওই শিক্ষার্থীকে এক সপ্তাহ ধরে বলাৎকার করে আসছিলেন শিক্ষক শাহাদৎ হোসেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে বলাৎকারের ঘটনা জানতে পারেন। পরে গ্রাম্য চিকিৎসকের পরামর্শে বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, এ ঘটনা জানার পর মাদরাসা কর্তৃপক্ষকে জানালে তারা উল্টো শিক্ষার্থীর পরিবারকে হুমকি দেয়। পরে তারা নাটোর থানায় অভিযোগ করেন।
ওসি জানান, পুলিশ বুধবার রাতেই অভিযান চালিয়ে মাদরাসার সেক্রেটোরি মোফাচ্ছের মাস্টারসহ পাঁচ জনকে আটক করেছে। মূল অভিযুক্ত শিক্ষক শাহাদৎ হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।