Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার শেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৪


৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৯

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ভোর আনুমানিক ৫টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোডে একটি রড বোঝাই ও একটি কলাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও তিনজন আহত হন। মৃতদেহগুলো উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ার নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির এসআই কালজ নন্দী জানান, দু’টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে যারা নিহত হয়েছেন তারা হলেন, রড বোঝাই ট্রাকের চালক লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাকিনা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে হাফিজুল, কলা বোঝাই ট্রাকের চালক ঠাকুরগাঁও সদরের উত্তরকাজী পাড়া গ্রামের খোকা মিয়ার পুত্র কামাল হোসেন (৩৩) ও একই জেলা সদরের পূর্ব মারগুন গ্রামের গোলাম হোসেনের পুত্র হেলপার রিফাত (২৪)।

অন্যদিকে সকাল সাড়ে ৭টায় কলেজ রোডেই রাস্তা পার হওয়ার সময় আমেনা বেগম (৩৫) নামে এক নারীর বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে।

টপ নিউজ বগুড়ার শেরপুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর