একদিনেই পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ৫ টাকা
৫ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৬
দিনাজপুর: দেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে পেয়াঁজের কাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। বুধবার (৪ সেপ্টেম্বর) বন্দরে এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৪ টাকা থেকে ৩৬ টাকা দরে। গত সোমবার বন্দরে প্রতি কেজি পেয়াঁজ বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩২ টাকা দরে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক সাইফুল ইসলাম জানান, ভারতের অভ্যন্তরে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে চাহিদার তুলনায় পেঁয়াজ কম আমদানি হওয়ায় দাম একটু বেড়েছে। তবে আশা করছি দুই একদিনের মধ্যে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেলে বাজার আবার স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ না থাকায় বিপাকে পড়েছেন পাইকাররা। এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের ৪ কর্ম দিবসে ভারতীয় ৯৪ ট্রাকে ২ হাজার ৩১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।