Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভাত রান্না না করায় স্ত্রীকে গলা কেটে হত্যা’


৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৬

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় গলা কেটে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে শাহীন আলম (৩৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে শাহীন হত্যার দায় স্বীকার করেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের এই তথ্য জানান। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে শাহীনের দ্বিতীয় স্ত্রী নূরজাহান বেগমের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই অভিযান চালিয়ে শাহীনকেও আটক করা হয়।

বিজ্ঞাপন

শাহীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কমরত। তার বাড়ি বগুড়া শহরতলীর ফুলতলা চককানপাড়া গ্রামে। শাহীনের বাবার নাম মৃত দৌলত জামান। শাকপালা এলাকায় একটি ভাড়া বাসায় তিনি বসবাস করেন।

গত ২২ আগস্ট দুপচাঁচিয়া উপজেলার পোথাট্টি গ্রামের সাহাবাজ সিকদারের মেয়ে নূরজাহানের সঙ্গে তার বিয়ে হয়। সূত্র জানিয়েছে, প্রথম পক্ষের তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

আশরাফ ভূঞা বলেন, ‘আল্ট্রাসনোগ্রামের কথা বলে শাহীন তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কোকা-কোলার সঙ্গে ১০টি ঘুমের ট্যাবলেট খাওয়ান। নূরজাহান বাসায় ফিরে ঘুমিয়ে পড়লে আরও তিনটি ঘুমের ইনজেকশন করেন। এরপর গলা কেটে হত্যা করেন বলে জানিয়েছেন শাহীন।‘

এই ঘটনায় নূরজাহানের মা আসিফা বেওয়া বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় শাহীনকে গ্রেফতার দেখানো হয়েছে। আসিফা বেওয়া জানান, নূরজাহানের অপরাধ ছিল সময় মতো ভাত রান্না না করা।

গলাকেটে হত্যা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর