Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি রোগী ৩৪৫ জন, ঢাকার বাইরে ৪৭৫


৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৮

ঢাকা: মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮২০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৪৫ জন এবং ঢাকার বাইরে ৪৭৫ জন।

বুধবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৮৯ জন রোগী।

আয়শা আক্তার আরও জানান, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৩ হাজার ৫৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৭৮৫ জন। অর্থাৎ এখন পর্যন্ত ৯৫ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৫৮৮ জন রোগী। বাকি ১৯২ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৫৭ জন ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা জানান, এখন পর্যন্ত আমাদের কাছে ১৯২টি সম্ভাব্য ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর এসেছে। ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি তাদের মধ্যে ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৪৭ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৪৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও বিএসএমএমইউতে ৮ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে তিন জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৯ জন রোগী, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ৩ জন এবং নিটোরে দুই জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৭ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন ও খুলনা বিভাগে ১৪৭ জন, রংপুর বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৭৮ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু রোগী হাসপাতাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর