কক্সবাজারে আন্তর্জাতিক দুই এনজিওর কার্যক্রম নিষিদ্ধ
৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৪
ঢাকা: রোহিঙ্গা সমাবেশে আর্থিক সহায়তা ও প্রত্যাবাসন বিরোধী প্রচারণার দায়ে আন্তর্জাতিক এনজিও সংস্থা আদ্রা ও আল মারকাজুল ইসলামের কক্সবাজার শাখার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) এ দুটি এনজিও সংস্থার কক্সবাজার এলাকার সব ধরণের কর্মকান্ডে নিষেধাজ্ঞা জারি করেছে এনজিও ব্যুরো।
রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ এনজিও প্রত্যাহার: পররাষ্ট্রমন্ত্রী
এ বিষয়ে এনজিও ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম সারাবাংলাকে বলেন, রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে এই দুটি এনজিও সংস্থার কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার জেলার এনজিও ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে আদ্রা ও আল মারকাজুলের সব ধরণের কর্মকান্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক একাউন্টও।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার সারাবাংলাকে জানান, কক্সবাজারে এই দুটি এনজিও’র সব ধরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বন্ধ থাকবে ব্যাংক অ্যাকাউন্ট।
এর আগে গত ৩১ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, রোহিঙ্গা ক্যাম্পে দেশি-বিদেশি ১৩৯টি এনজিও কার্যক্রম শুরু করেছিল। এর মধ্যে অপকর্মে লিপ্ত থাকার প্রমাণ পাওয়ায় ৪১টি এনজিওকে সে সব এলাকায় সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
এনজিও ব্যুরো কক্সবাজারে আদ্রা ও আল মারকাজুল ইসলামের কার্যক্রম বন্ধ