Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদেরের চিঠি আমলে না নিতে স্পিকারকে রওশনের চিঠি


৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৬

ঢাকা: জি এম কাদেরের চিঠি আমলে না নিতে এবার দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে স্পিকারের দফতরে এই চিঠি পৌঁছে দেন দলটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু।

দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি পাঠানোর পরদিনই এই পাল্টা চিঠি পাঠানো হলো।

স্পিকারকে লেখা রওশনের চিঠির বিষয়বস্তু সম্পর্কে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম বলেন, ‘ম্যাডাম (রওশন) স্পিকারকে সম্বোধন করে লিখেছেন, আপনি আমাকে বিরোধী দলীয় উপনেতা বানিয়েছেন। আমাদের নেতা মারা যাওয়ার পর, সংসদ সদস্যরা আমাকে নেতার কাজ চালিয়ে নেওয়ার দায়িত্ব দেন। কিন্তু শুনতে পেলাম, একজন নিজেকে পার্লামেন্টারি পার্টির নেতা করার জন্য আপনাকে চিঠি দিয়েছেন। আপনাকে জানাতে চাই, নেতা নির্বাচন করার এখতিয়ার পার্লামেন্টারি পার্টি সংরক্ষণ করে।’

যে কোনো সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে। তাই ৩ সেপ্টেম্বর পাঠানো চিঠিকে ইগনোর করার অনুরোধ করছি। একইসঙ্গে জানাতে চাই, উনি (কাদের) পার্টির চেয়ারম্যান নন, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তবে বিরোধীদলীয় নেতা করার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পাল্টাপাল্টি চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মালদ্বীপে স্পিকারস সামিট থেকে কেবল ফিরলাম। বিরোধী দলের পক্ষ থেকে দুটি চিঠি পাঠানোর কথা শুনেছি। চিঠি দেখে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

জাপার সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু সারাবাংলাকে বলেন, ‘আমরা স্পিকারকে গতকাল পাঠানো চিঠিটা আমলে না নিতে অনুরোধ করেছি। আমরা বলেছি, জিএম কাদের আপনার (স্পিকার) কাছে চিঠিতে জাপার এমপিদের যে স্বাক্ষরের কথা জানিয়েছেন তা সঠিক নয়। কারণ এখনও জাতীয় পার্টির সংসদীয় দলের কোন বৈঠক অুনষ্ঠিত হয়নি।’

এর আগে, দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায়  বৈঠকে বসেন রওশন অনুসারী জাপার বেশ কয়েকজন সিনিয়র নেতা ও  সংসদ সদস্য। বৈঠকে  জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্ধারণ করতে স্পিকারের কাছে পাঠানো চিঠির বিরোধিতা জানান রওশনপন্থী ওই সংসদ সদস্যরা। পরে এ নিয়ে  পাল্টা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন তারা। এই চিঠিতে জিএম কাদেরের বদলে  বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদের নাম প্রস্তাব করা হয়।

আরও পড়ুন: জিএম কাদের বিরোধী দলীয় নেতা, স্পিকারকে জাপার চিঠি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান স্পষ্ট করবেন রওশন এরশাদ।

এর আগে, গতকাল দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি পাঠান কাদের অনুসারীরা। দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে ৫ সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল স্পিকারের দফতরে চিঠি পৌঁছে দেয়। তবে স্পিকার দেশের বাইরে থাকায় তিনি নিজে চিঠি গ্রহণ করতে পারেননি।

গত বেশ কিছুদিন ধরে জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দলে মতবিরোধ চলছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার মৃত্যুর আগে জানিয়েছিলেন, তার অবর্তমানে ছোট ভাই দলের সিনিয়র কো-চেয়ারম্যান জিএম কাদেরই হবেন দলের চেয়ারম্যান।

বিজ্ঞাপন

গত ১৪ জুলাই এরশাদ মারা গেলে ওই ঘোষণা অনুযায়ীই জি এম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। যদিও রওশন এরশাদের অনুসারীরা এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।

এদিকে এরশাদ নিজেও তার অবর্তমানে বিরোধী দলীয় নেতার পদে কারও নাম বলে যাননি। ফলে এরশাদের মৃত্যুর পর কেবল দলের চেয়ারম্যান পদই নয়, বিরোধীদলীয় নেতার পদ নিয়েও রওশন ও কাদেরের অনুসারীদের মধ্যে বিরোধ দেখা দেয়।

জাপা বিরোধী দল রওশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর