থানায় গিয়ে নিজেই ধরা দিল ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী
৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর খুলশী থানায় এসে আত্মসমর্পণ করেছে ১৩ মামলার এক আসামি। পুলিশ জানিয়েছে, মোহাম্মদ বেলাল নামে ওই আসামি পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত সন্ত্রাসী।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বেলাল নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।
মোহাম্মদ বেলাল (৪৩) নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।
ওসি প্রণব চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘পুলিশের তালিকায় ডাকাত বেলাল হিসেবে তার নাম অন্তর্ভুক্ত আছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় ১১টি এবং অন্য থানায় ২টি মামলা রয়েছে। এর বাইরে কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে ৩টি মামলা আছে। ২টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বেলাল সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আমরা তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে খুঁজছিলাম।’
স্থানীয়রা জানিয়েছেন, বেলাল স্থানীয়ভাবে আওয়ামী লীগ সমর্থিত পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের অনুসারী হিসেবে পরিচিত।
বেলালকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি প্রণব চৌধুরী।
১৩ মামলার আসামি আত্মসমর্পণ খুলশী থানা টপ নিউজ মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী