Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৬

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবারও লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি। এর ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাইজগাঁও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিলেট রেল স্টেশনের ম্যানেজার আতাউর রহমান সারাবাংলাকে জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ফেঞ্চুগঞ্জ গেছে। উদ্ধার কাজ শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এই পথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি মাইজগাঁও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে পৌঁছালে পিছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

টপ নিউজ ট্রেনের বগি লাইনচ্যুত রেল যোগাযোগ বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর