Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে হচ্ছে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার’


৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৪

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুক্তধারার উদ্যোগে উদ্বোধন হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার’।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কে এ কর্নার উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিদেশে বাংলা বইয়ের অন্যতম প্রকাশনা ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা। কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ও তাঁর ওপর লিখিত শতাধিক বাংলা ও ইংরেজি গ্রন্থ থাকবে। এছাড়াও থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত শতাধিক দুর্লভ গ্রন্থ।

বিজ্ঞাপন

কর্নারটি উদ্বোধন করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি কামাল চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা।

উল্লেখ্য, মুক্তধারা নিউইয়র্ক ১৯৯১ সালে যাত্রা শুরুর পর থেকেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বাংলা ও ইংরেজি গ্রন্থ নিয়ে উত্তর আমেরিকার বিভিন্ন স্টেটে শতাধিক বইমেলার আয়োজন করেছে। এছাড়া ২০০১ সালের ১৭ মার্চ মুক্তধারা নিউইয়র্ক তথ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে জাতির পিতার ওপর প্রথম ডিভিডি প্রামাণ্যচিত্র ’বঙ্গবন্ধু বাংলাদেশ’ প্রকাশ করে। ডিভিডিটি উদ্বোধন করেন জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

নিউইয়র্ক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার মুক্তধারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর