কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা
৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৪
ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০ টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার কূটনীতিক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। আর জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, ড. মঈন খান, সুব্রত চৌধুরীসহ অন্যরা।
বৈঠক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন— এ দু’টি বিষয় নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।
সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সিদ্ধান্ত হয়, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলবে বিএনপি। এই প্রক্রিয়ার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টকে সম্পৃক্ত করে আজই প্রথম কূটনীতিকদের সঙ্গে বসল বিএনপি।