বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
৪ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৫
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম বাইশফাড়ির ৩৯ নম্বর পিলারের কাছ মৃতদেটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মৃতদেহটির পরিচায় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধমের বাইশফাঁড়ি সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। ওই অজ্ঞাত ব্যাক্তির পা দুটি উড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বান্দরবান থেকে মিয়ানমার সীমানা অতিক্রম করার সময় মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো রোহিঙ্গা সীমানা অতিক্রম করার সময় মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। তার দুটি পা উড়ে গেছে। তবে সে বাংলাদেশি নাকি রোহিঙ্গা সেটি জানা যায়নি। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।