Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি


৪ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৯

ফাইল ছবি

রাঙ্গামাটি: ম্যালেরিয়ায় প্রকোপ থাকলেও মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ তেমনটা দেখা যায়নি পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। গত দুই মাসে রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু রোগীর প্রকোপ দেখা দিলেও রাঙ্গামাটিতে এর বিস্তার তেমন ঘটেনি। তারপরও সারাদেশে উদ্বেগজনকভাবে এ রোগ ছড়িয়ে পড়লে ডেঙ্গু মোকাবিলায় মাঠে নামে স্থানীয় পৌরসভা ও স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, রাঙ্গামাটি জেলায় গত জুলাই ও আগস্ট মাসে মোট ৭৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়। এর মধ্যে ৬৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এরমধ্যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়ে ছিলো ৬৬ জন রোগী। বর্তমানে ৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকী ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন

সবশেষ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ জন। তবে এদিন সকালে জেলার কাউখালী উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বর্তমানে পুরো জেলায় ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, ‘রাঙ্গামাটিতে ক্রমেই ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে। আশা করি, এ মাসের মধ্যেই রোগীর সংখ্যা শূন্যে নেমে আসবে। বর্তমানে সদর হাসপাতালে মোট ৫ জনসহ পুরো জেলায় ৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন।’

ডেঙ্গুর প্রকোপ রাঙামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর